৯ আগস্ট, ২০২০ ১৫:৩৮

লক্ষ্মীপুরে মেঘনার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মেঘনার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙনরোধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার সকালে কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মোতালেব, সদস্য সচিব সাংবাদিক এম এ মজিদ প্রমুখ। এতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্যরা অংশ নেন।

বক্তারা জানান, মেঘনার মোহনায় বিভিন্ন নদ-নদী থেকে উজানে আসা পলি, বালি জমে নদীর মূল চ্যানেল ভরাট হয়ে গেছে। এতে নদীর মধ্যভাগে অসংখ্য  ডুবোচর জেগে উঠে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এতে ভাঙনের তীব্রতা দিন দিন বাড়ছে। প্রতিনিয়ত ভাঙছে বসত বাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনা। 

প্রায় ১৫ কিলোমিটার ভূমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ ভাঙন ঠেকাতে ক্যাপিটাল ড্রেজিং করে নদী শাসন ও গ্রোয়েন বাঁধ নির্মাণের দাবি জানান তারা। তাহলে মেঘনা উপকূলীয় এলাকা রামগতি ও কমলনগরকে রক্ষা করা সম্ভব বলে দাবি করেন সংগঠনটির নেতারা। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কার্যকর প্রদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

বিডি প্রতিদিন/এমআই

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর