শিরোনাম
১০ আগস্ট, ২০২০ ১৭:১৩

চাঁদপুর লঞ্চ ঘাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর লঞ্চ ঘাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

চাঁদপুর লঞ্চ ঘাটে ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সকল সেক্টরে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাদাগাদি করে হাজার হাজার যাত্রী নিয়ে চাঁদপুর ঘাট থেকে ছাড়ছে লঞ্চ।

ঢাকাগামী কর্মজীবী মানুষের চাপে ভেঙে পড়েছে করোনা মোকাবেলার সবধরনের স্বাস্থ্যবিধি। চোখে পড়েনি লঞ্চ ঘাটে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা।

চাঁদপুর নৌ-বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় ঈদে একটু চাপ থাকে। তার পরেও যাত্রীদের সচেতন করার জন্য আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক মাইকিং করে সচেতনতা ঘোষণা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানার জন্য ইতিমধ্যে জরিমানা আদায় করা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাত্রী সাধারণ যার যার অবস্থান থেকে সচেতন না হলে সম্ভব নয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর