১৫ আগস্ট, ২০২০ ১২:০০

বগুড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শনিবার সকালে শহরের সাতমাথায় কৃষ্ণচূড়ার নিচে স্থাপিত মুজিব মঞ্চে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ৮টায় বগুড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। 

এরপর বগুড়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা সিআইডি পুলিশ বিভাগ ও অন্যান্য ইউনিট, জেলা পরিষদ, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদ, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জেলা ক্রীড়া সংস্থা, বিআরটিএ বগুড়া সার্কেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখা, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। 

এছাড়া বগুড়া জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত মঞ্চে  শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু ও সুলতান মাহমুদ খান রনি, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ সহ আরও অনেকে।

এদিকে সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় উত্তোলন করেন সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ সময় ১৫ আগস্ট শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিডি প্রতিদিন/ আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর