১৫ আগস্ট, ২০২০ ১২:৪৭

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের ঘটনায় নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকালে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডুসহ নেতৃবৃন্দ। 

পরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি অফিস, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
  
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর