১৫ আগস্ট, ২০২০ ১৩:০১

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে লক্ষ্মীপুরবাসীর শ্রদ্ধা

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে লক্ষ্মীপুরবাসীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফূলেল শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুরবাসী। জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকীতে এসে এবার নানা আয়োজনে পালন করা হচ্ছে শোকের মাস। 

শোক দিবস উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিভিন্ন সংগঠনসহ আপমর জনতা। পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাড.নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।  

এদিকে, 'আমরা ক’জন মুজিব সেনা' নামের একটি সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচিতে শোকের মাস পালন করছেন। তবে তারা প্রচার বিমুখ রয়েছে। জানা যায়, শোকের মাসে ওই সংগঠনটি বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় স্থানীয় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, বৃক্ষরোপন কর্মসুচি, ত্রাণ বিতরণ, মৎস্য অবমুক্ত করণ, পথ শিশুদের পোশাক বিতরণ, সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের অংশগ্রহণে ‘শোকই আমাদের অনুপ্রেরণা’ শীর্ষক ভার্চুয়াল সভা আয়োজনসহ বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকীকে সর্বজনীন করতে নানা কর্মসূচী পালন করছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর