১৫ আগস্ট, ২০২০ ১৩:২৫

নেত্রকোনায় জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি

নেত্রকোনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে আজ শনিবার সকালে মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে সকাল ১১ টায় মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায় পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনসহ অন্যান্যরা।

এর আগে সকালে মোক্তারপাড়া মুক্তমঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মুক্তিযোদ্ধা সংসদসহ পর্যায়ক্রমে দলীয় এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়াও কাঙ্গালি ভোজসহ,  মিলাদ মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর