১৬ আগস্ট, ২০২০ ০১:৪৭

'বঙ্গবন্ধুর আদর্শ প্রতিনিয়ত মানুষের সেবায় অনুপ্রাণিত করে'

কুমিল্লা প্রতিনিধি:

'বঙ্গবন্ধুর আদর্শ প্রতিনিয়ত মানুষের সেবায় অনুপ্রাণিত করে'

কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ(আইবি) কুমিল্লা কেন্দ্র। 

সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু আমাদের চেতনায় মিশে আছেন। তার আদর্শ আমাদেরকে প্রতিনিয়ত দেশ প্রেম, মানুষের সেবায় অনুপ্রাণিত করে চলেছে। বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার জন্য সবার প্রতি আহবান জানান। এছাড়া ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। 

এদিকে শোক দিবসে নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানান- কুমিল্লা কেন্দ্রের সম্পাদক প্রকৌ. রহমত উল্লাহ কবির ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মীর ফজলে রাব্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর