যাত্রা শুরু করল মাদারীপুর জেলার কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘মাদারীপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম।
মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের বেলাল রিজভী ও সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সাগর হোসেন তামিম।
আগামী দুই বছরের জন্যে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইনডিপেনডেন্ট টিভির রিপনচন্দ্র মল্লিক, যুগ্ম সম্পাদক চ্যানেল নাইনের শিব শংকর রবিদাস, দপ্তর সম্পাদক বাংলাভিশনের ফরিদ উদ্দিন মুপ্তি, কোষাধ্যক্ষ আনন্দ টিভির ম.ম হারুন অর রশিদ, প্রচার-প্রকাশণা সম্পাদক মেহেদী হাসান সোহাগ, কার্যকরী সদস্য এটিএন বাংলার গোলাম মাওলা আকন্দ, এনটিভির এম.আর মুর্তজা, ৭১ টিভির একেএম নাসিরুল হক, বৈশাখী টিভির নিত্যানন্দ হালদার, যমুনা টিভির প্রদ্যুৎ কুমার সরকার ও জিটিভির টি.এম সিদ্দিক।
এছাড়া আরো সদস্য রয়েছেন বাংলাটিভির মেহেদী হাসান সোহাগ, দীপ্তি টিভির অপূর্ব দাস, দেশ টিভির সম্পা রায়, মাই টিভির মাসুদুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন