১০ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৭

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে পৃথকভাবে পানিতে ডুবে এক শিশু ও বৃদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফাহিমা (২) এবং বৃদ্ধার নাম দুলালী বেওয়া (৬০)। বৃহস্পতিবার সকালে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের তেলীপাড়া গ্রামে দুলালী বেগম পানিতে ডুবে মারা যান। নিহত দুলালী ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। 

দুলালীর পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দুলালী বেগম বাড়ির জমির ঝিঙ্গা তুলতে গিয়ে বিদ্যুতের টানা লাইনে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যান। এসময় তার স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।

অপরদিকে, উলিপুরের থেতরাই ইউনিয়নে গোড়াইপিয়ার গ্রামে পানিতে ডুবে ফাহিমা (২) না‌মে এক শিশু মারা যায়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিমা ওই গ্রামের ওমর ফারুকের মেয়ে। ফাহিমার স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পিছনে খেলতে গিয়ে শিশু ফাহিমা ডোবার পানিতে ডুবে যায়। প‌রে অ‌নেক খোঁজাখুঁ‌জি করে তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে ভাসমান লাশ উদ্ধার করে শিশুটির স্বজনরা। উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর