২০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৪

দিনাজপুরে চিকিৎসকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চিকিৎসকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা মনিটরিং ও করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের সঙ্গে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার অনুষ্ঠিত এই সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক পরিকল্পনায় চিকিৎসাসেবা কর্মীদের করোনা প্রতিরোধে উদ্বুদ্ধ করেছে। 

চিকিৎসা সেবায় এগিয়ে গেছে বাংলাদেশ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা অনেক কম।

আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। 

এদিকে, দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সদর ও দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় আয়োজিত দুঃস্থদের মাঝে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২১ জনকে ১৫ হাজার করে ৩ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সাংসদ। 

এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় স্বাস্থ্য সচেতনতা জোরদার-করণে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি।

এ সময়ে দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অসোক কুমার রায় প্রমুখ। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর