২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৯

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ঝিনাইদহে তাল বীজ রোপণ শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ঝিনাইদহে তাল বীজ রোপণ শুরু

‘দেশ আমার, ভাবনা আমার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ঝিনাইদহে ৫ হাজার তাল বীজ রোপণ শুরু হয়েছে।

আজ বুধবার সকালে সদর উপজেলার ডেফলবাড়ী গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এ উপলক্ষে ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কুমড়া বাড়িয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ, বন বিভাগের ফরেস্টার সিরাজুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের আলমগীর হোসেন প্রমুখ। এসময় নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আগামী এক সপ্তাহের মধ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫ হাজার তাল বীজ রোপণ করা হবে বলে জানান গ্রন্থাগারের পরিচালক জহির রায়হান।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর