২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৮

সেনহাটিতে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সেনহাটিতে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ

খুলনায় দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

জানা যায়, রাষ্ট্রায়ত্ত পাটকলে দুর্নীতি বন্ধ ও আধুনিকায়ন করে তা পুনরায় চালুর দাবিতে সম্মিলিত নাগরিক পরিষদ সেনহাটির শিবমন্দির মাঠে বুধবার বিকেলে সমাবেশ আহ্বান করে। একই মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ভৈরব নদের ওপর সেতু অনুমোদন হওয়ায় আনন্দ সমাবেশ ডাকে। 

এদিকে একই স্থানে দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, সম্মিলিত নাগরিক পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ একইস্থানে সমাবেশ ডাকায় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই স্থানে কেউ সভা-সমাবেশ করতে পারবে না।   

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর