২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:০৬

সারিয়াকান্দিতে বন্যায় পানি বৃদ্ধি, ভাঙনের কবলে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারিয়াকান্দিতে বন্যায় পানি বৃদ্ধি, ভাঙনের কবলে প্রাথমিক বিদ্যালয়

ভাঙনের কবলে বগুড়ার সারিয়াকান্দির চরগোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন

অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে সারিয়াকান্দির নিকট বাঙালি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকালে বাঙালি নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

অপর দিকে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙালি নদীর পানি বৃদ্ধির ফলে নারচী ইউনিয়নের চরগোদাগাড়ি, গণকপাড়া, সদর ইউনিয়নের চরবরুরবাড়ি পাইকপাড়া, কুতুবপুর ইউনিয়নের চর মাছিরপাড়া, ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা এলাকাসহ বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে।

ভাঙনকবলিত এলাকায় বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরগোদাগাড়ি এলাকায় নদী ভাঙনের কারণে চরগোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের মেঝের মাটি ধসে গিয়ে বিদ্যালয়টি হুমকির মুখে পড়েছে। নদী ভাঙন অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান জানান, ২০০২ সালে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় ভবনটি গত ৫ বছর আগে নদী ভাঙনের কবলে পড়েছে। এবছর নদী ভাঙন বৃদ্ধি পাওয়ায় ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। ভবনটি রক্ষা করতে না পারলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কাজ করে বিদ্যালয় ভবনটি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধির ফলে নতুন করে উপজেলার ৩০০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। উভয় নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি সদর চালুয়াবাড়ি, কাজলা, বোহাইল, কর্ণিবাড়ি, হাটশেরপুর, চন্দনবাইশা ইউনিয়নের ফসলি জমি, শাক সবজি, মাশকালাই, মরিচ, রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর