২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২০

নবাবগঞ্জে পাওয়ার টিলার উল্টে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি:

নবাবগঞ্জে পাওয়ার টিলার উল্টে চালক নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে খড়বোঝাই পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খড়ের নিচে চাপা পড়ে আজমল হোসেন (২৮) নামে ওই পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় খড়ের ওপরে থাকা দুইজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বড় মাগুড়া এলাকার ইটভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজমল হোসেন(২৮) বিরামপুর উপজেলার উত্তর হরিরামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। আহতরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারাও একই এলাকার উত্তর হরিরামপুর গ্রামের বাসিন্দা।

স্থনীয়দের উদ্ধৃতি দিয়ে নবাবগঞ্জ থানার ওসি আশোক কুমার চৌহান জানান, রবিবার দিবাগত রাতে বিরামপুর থেকে পাওয়ারটিলারে করে খড় নিয়ে গাইবান্ধার ধাপেরহাট যাচ্ছিল আজমল হোসেনসহ কয়েকজন। পথে নবাবগঞ্জের বড় মাগুড়াগ্রামের ইটভাটার সামনে অন্য একটি নশিমনকে সাইড দিতে গিয়ে পাওয়ারটিলার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় চালক আজমল ওই খড়ের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। এ সময় খড়ের ওপরে থাকা আরও দুজন আহত হয়। পরে স্থানীয়রা এসে খড়ের নিচে থেকে মৃত অবস্থায় আজমলকে উদ্ধার করেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর