২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২১
শেখ হাসিনার জন্মদিন

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ জন ভিক্ষুককে পুনর্বাসন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ জন ভিক্ষুককে পুনর্বাসন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২৪ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। 

আজ সোমবার সকালে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে (টাউন ক্লাব) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সমাজসেবা উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। 

অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২৪ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল দেয়া হয়। পরবর্তী সময়ে যাদের জমি নেই তাদের জমি ও ঘরের বন্দোবস্ত দেয়া হবে।

বিডি প্রতিদিন/ আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর