২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩০

হবিগঞ্জে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

হবিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ‘হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবন মান উন্নয়ন প্রকল্প (হিলিপ)’র উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের নারীদের বিনামূল্যে ৪৫ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুরদি নিউ সেন্ট মেরীজ ট্রেনিং ইনস্টিটিউট এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন প্রকল্প পরিচালক প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি উপ-পরিচালক মাহমুদ আল-ফারুক, স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপ-পরিচালক আব্দুল বাশির। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কো-অডিনেটর সোহরাব আলী। জেলা মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার মোঃ হারুন অর-রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি প্রকৌশলী আহসানুজ্জামান, সেন্ট মেরীজ ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক রবি ডি ফলিয়া, সাংবাদিক এসএম সুরুজ আলী, সেন্ট মেরীজ ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র ইন্সক্ট্রাটর পংকজ কুমার হালদার, মুক্তি সরকার, সালেহ উদ্দিন আহমেদ ও জাকির হোসেন প্রমূখ। এখানে ৬ জন প্রশিক্ষক ও ৬০ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করবে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর