৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২০

রিফাত শরীফ হত্যা মামলার রায়ের আগে এক মিনিটের মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

রিফাত শরীফ হত্যা মামলার রায়ের আগে এক মিনিটের মানববন্ধন

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা হয়েছে আজ বুধবার। রায়ে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। 

রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে পুরুষ নির্যাতনের ব্যানানের একটি সামাজিক সংগঠন এক মিনিটের একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। রিফাতের বাবা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। তবে পুলিশ ও সাংবাদিক উপস্থিত হওয়ার আগেই মানববন্ধনে অংশকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।    

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর