৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫০

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুয়েল।

অরিয়েন্টেশন কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর থেকে জেলার ১ হাজার ৩৮২টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৯৮৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর