৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৯

সংখ্যালঘু পরিবারে ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সংখ্যালঘু পরিবারে ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নির্যাতিত পরিবারের স্বজনরা সহ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি দীলিপ চন্দ্র নাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জহর লাল সাহা, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ দাস, অর্থ বিষয়ক সম্পাদক কানাই লাল মজুমদারসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা শেষে বাড়ি ফেরার পথে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মুচিপাড়ার সংখ্যালঘু পাঁচটি পরিবারের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। 
বক্তারা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর