১ অক্টোবর, ২০২০ ১৩:১০

গৌরনদীতে সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

গৌরনদীতে সরকারি গাছ কাটার অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার টরকীচর এলাকায় সড়কের পাশের রেইনট্রি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যসায়ীর বিরুদ্ধে। গত দুইদিন ধরে টরকী বন্দরের ব্যবসায়ী শিপন হাওলাদার শ্রমিক দিয়ে গাছটি কেটে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। শিপন হাওলাদার প্রভাবশালী হওয়ায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। 

তারা জানান, স্থানীয় সরকারের আওতাধীন টরকী বন্দর থেকে টরকীচর বড় ব্রিজ পর্যন্ত সড়কটি ২০০৭ সালে ভূমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ। ওই সড়কে বহু বছরের পুরানো বিভিন্ন জাতের মূল্যবান গাছ রয়েছে। সম্প্রতি টরকী বন্দরের হার্ডওয়্যার ব্যবসায়ী শিপন হাওলাদার সড়ক জনপথের আশিংক জমি দখল করে আধাপাকা কয়েকটি দোকান ঘর নির্মাণ করে। একটি দোকান ঘরের সম্মুখে বিশাল আাকরের একটি রেইনট্রি গাছ থাকায় তার দোকানের শার্টার খুলতে সমস্যা হয়। গত দুই দিন ধরে শ্রমিক দিয়ে ওই গাছটি কাটছেন তিনি। 

এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. গোলাম সরোয়ার। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর