১ অক্টোবর, ২০২০ ১৩:৪২

শরীয়তপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নি‌য়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার (১ অ‌ক্টোবর) বেলা ১১টার দি‌কে শরীয়তপুর সি‌ভিল সার্জন সভাক‌ক্ষে জেলা স্বাস্থ‌্য বিভা‌গের আ‌য়োজ‌নে জাতীয় পু‌ষ্টি‌সোব জনস্বাস্থ‌্য পু‌ষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ‌্য অ‌ধিদপ্তর ও প‌রিবার কল‌্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়‌নে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপ‌তিত্ব ক‌রেন শরীয়তপুর সি‌ভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ। এ সময় সি‌ভিল সার্জন কার্যাল‌য়ের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সৈয়দা শাহিনুর না‌জিয়া, (‌রোগ ‌নিয়ন্ত্রক) ডা. এসএম মাসুদ হাসান, জেলা ই‌পিআই সুপা‌রে‌ন্টেন্ডেট‌ মো. মোজা‌ম্মেল হকসহ জেলার কর্মরত সকল ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও আনলাইন পোর্টা‌লের সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় জানা‌নো হয়, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অ‌ক্টোবর পর্যন্ত শুন‌্য থে‌কে ১১ মাস বয়সী ৩১ হাজার ৭৮২, শুন‌্য থে‌কে ৫৯ সা‌সের বয়সী ১ লাখ ৭২ হাজার ৮১৬, ৬ থে‌কে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৪ (ভিটা‌মিন এ ক‌্যাপসুল), ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৩ হাজার ৬৮৮, ৬ মাস থে‌কে ৫ বছ‌রের ১ লাখ ৬৩ হাজার ১৬২ জন শিশু‌কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর