১ অক্টোবর, ২০২০ ১৪:৩০

রাজবাড়ীতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশ।

অক্টোবর মাসে রাজবাড়ীর এলজিইডির ১৬৮ কিলোমিটারের বিভিন্ন অংশ সংস্কার করা হবে বলে জানান তিনি। উদ্বোধনের প্রথমে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে চন্দনী-বানিবহ সড়কের বিভিন্ন স্থান মেরামত করা হয়।

নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশ বলেন, এলজিইডি সারা বছর ধরে সড়ক মেরামতের কাজ করে। হঠাৎ এলজিইডির কোনো সড়ক যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। মেরামতের জন্য ভ্রাম্যমাণ গাড়ি, সাতজন সুপারভাইজার এবং ১৩৮ জন দুঃস্থ নারী শ্রমিক কাজ করছেন।

এ সময় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, সহকারী প্রকৌশলী পুর্নেদু সাহা, চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল আলম চৌধুরী, সদর উপজেলা প্রকৌশলী গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর