শিরোনাম
১ অক্টোবর, ২০২০ ১৫:৫৩

বাগমারায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাগমারায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রাজশাহীর বাগমারা উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে ঢুকে পড়েছে দ্বিতীয় বারের মতো বন্যার পানি। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধলক্ষ মানুষ। সেই সঙ্গে বাড়িঘরে পানি প্রবেশ করায় সমস্যার মধ্যে জীবন যাপন করছেন সেখানকার মানুষরা। 

পানিবন্দি লোকজনের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। খাদ্য সংকটে থাকা ওইসব লোকজনের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে দিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক। 

বৃহস্পতিবার সকালে বন্যা দুর্গত উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন এবং ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থান নৌকায় চড়ে পরিদর্শন করেন। সেই সঙ্গে খাদ্য সংকটে থাকা লোকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। 

এ সময় এমপি এনামুল হক বলেন, প্রাকৃতিক এই বিপর্যয়ে মানুষ ভোগান্তির মধ্যে আছে। ত্রাণ নিয়ে সরকার তাদের পাশে থাকবে। বন্যায় যাদের বাড়িঘর ভেঙে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল।

বিডি প্রতিদিন/ আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর