নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফ্রিজের নিচে মাটি পরিষ্কার করতে গিয়ে আরশেদা বেগম (৪৫) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার মোজাফফরপুর ইউপির তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নারী ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফ্রিজের নিচে জমে থাকা মাটি পরিষ্কার করছিলেন আরশেদা বেগম। এসময় ফ্রিজের লাইন বন্ধ করা ছিল না। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার চিৎকারের শব্দ পেয়ে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মোজাফফরপুরের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, আরশেদা বেগম শুক্রবার সকালে নিজ ঘরে ফ্রিজের নিচে মাটি পরিষ্কার করছিলেন। এসময় এই দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এমআই