১৩ অক্টোবর, ২০২০ ১৩:০৪

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

অনলাইন ডেস্ক

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

তিন দফা দাবিতে ভারতীয় শ্রমিকদের ট্রাক ধর্মঘটে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।  

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন স্থলবন্দরটির আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।
 
তিনি বলেন, ভারতীয় ট্রাক মালিক শ্রমিক সংগঠন তিন দফা দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার (১২ অক্টোবর) শুরু হওয়া ভারতীদের এ ট্রাক ধর্মঘট চলবে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত। ফলে বন্দর খোলা থাকলেও ১২ অক্টোবর থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি।  

এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া পত্র অনুযায়ী বুড়িমারী বন্দরের ব্যবসায়ীরাও আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুনরায় পণ্য আমদানি-রপ্তানি চালু করা হবে বলেও জানান রুহুল আমিন বাবুল।   

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর