১৩ অক্টোবর, ২০২০ ১৪:৩৪

বরগুনার লালদিয়ার চর থেকে অস্ত্রসহ ট্রলার আটক

বরগুনা প্রতিনিধি

বরগুনার লালদিয়ার চর থেকে অস্ত্রসহ ট্রলার আটক

বরগুনার পাথরঘাটার দক্ষিণ ক্যাম্প কোস্টগার্ড সদস্যরা মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গোপসাগরের বিষখালী নদীর লালদিয়ার চর থেকে অস্ত্রসহ একটি ট্রলার জব্দ করেছে। 

জানা যায়, অস্ত্র ব্যবসায়ীরা বিষখালী নদী দিয়ে উপকূলে আসছে- এমন সংবাদ পেয়ে সাগর মোহনায় অবস্থান নেন কোস্টগার্ডের সদস্যরা। এসময়ে ভোর ৪টার দিকে একটি ছোট্ট ইঞ্জিন চালিত ট্রলার আসতে দেখে তার মাঝিকে থামার সংকেত দেয় কোস্টগার্ডের সদস্যরা। 

তবে মাঝি ট্রলারটি না থামিয়ে দ্রুত গতিতে বিষখালী ও সাগর মোহনায় লালদিয়ার চরের দিকে চালাতে থাকে। এসময় কোস্টগার্ডের সদস্যরা ট্রলারটিকে লক্ষ্য করে ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। একপর্যায়ে লালদিয়ার চরে ট্রলারটি রেখে অস্ত্র ব্যবসায়ীরা লালদিয়ার গভীর বনে চলে যায়।

কোস্টগার্ড কমান্ডার লে. মেহেদি জানান, আমরা ট্রলার সহ ওদের ধরতে ফাঁকা গুলি করে থামাবার চেষ্টা করি। কোস্টগার্ড ফেলে যাওয়া ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাশি চালিয়ে ককসিটের তৈরি মাছের বাক্স থেকে ১৪টি একনলা বন্দুক, ৬টি পিস্তল, ১টি রিভলভার ও ১১টি রামদা উদ্ধার করেছে। 

তিনি আরও জানান, পরে আজ দুপুর ১২টার দিকে উদ্ধারকৃত অস্ত্র ও ট্রলার পাথরঘাটা থানায় জমা দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর