শিরোনাম
১৫ জানুয়ারি, ২০২১ ২১:১৪

নাগেশ্বরীতে কাল ব্যালটে ভোট

কুড়িগ্রাম প্রতিনিধি

নাগেশ্বরীতে কাল ব্যালটে ভোট

দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে শনিবার। এই পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট গ্রহণের জন্য ব্যালট ছাড়া নির্বাচনের অন্যান্য সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে। সকল প্রকার নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী কেন্দ্রে সংগ্রহ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। তবে এ ভোটে ব্যালট দেয়া হবে শনিবার ভোট শুরুর কিছুক্ষণ আগে। সকাল ৮টা থেকে এ পৌরসভায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এবারের নির্বাচনে নাগেশ্বরী পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র রয়েছে ২২টি এবং ভোটকক্ষ ১৪৬টি। এ পৌরসভায় এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী। আর মোট ভোটার সংখ্যা ৪৬ হাজার ৮৫৮জন। নির্বাচন সুষ্ঠু করতে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা মাঠে থাকবেন। এ ব্যাপারে জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, দ্বিতীয় ধাপে নাগেশ্বরী পৌরসভার নির্বাচন শনিবার ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর