মাগুরায় তিতাস নদীসহ দেশের সকল নদী দূষন ও দখলমুক্ত করে বাংলাদেশ বাচাঁতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার দুপুরে আর্ন্তজাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজের সামনে সামাজিক সংগঠন গ্রীন ভয়েজ'র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রীন ভয়েজ মাগুরা জেলা কমিটির উপদেষ্টা আসিফ হাসান শাকিল এবং সদস্য সচিব তাসলিমা মিশু প্রমূখ। এসময় বক্তারা অবিলন্বে মাগুরার নবগঙ্গা, ফটকিসহ সকল নদীকে দূষন ও দখলমুক্ত করতে সরকারি কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করে নদীমাতৃক দেশ বাংলাদেশকে বাচাঁতে পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত