চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মায়ের ওপর অভিমান করে বিষ খেয়ে রনি হোসেন (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ রবিবার দুপুরে উপজেলার দক্ষিণগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রনি হোসেন গ্রামের বজলুর রহমানের ছেলে। গত ৫ মার্চ কোমল পানীয়র সঙ্গে ঘাসমারা বিষ মিশিয়ে সে পান করে।
স্থানীয়রা জানান, রনি হোসেনকে কয়েক বছর আগে বাল্য বিয়ে দেয়া হয়। বছর দুয়েক সংসার করার পর মাস ছয়েক আগে রনিকে ছেড়ে চলে যান প্রথম স্ত্রী। এরই মধ্যে মাস দেড়েক আগে অন্যত্র দ্বিতীয় বিয়ে করে রনি। গত ৫ মার্চ বিয়ে নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। ওই দিন বিকেলে কোমল পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে পান করে রনি। পরে আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর