জামালপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, জামালপুরের বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন।
মামলার রাষ্টপক্ষের আইনজীবী আক্রাম হোসেন জানান, ২০১৫ সালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উঠানোপাড়া এলাকায় তাকিউল হাসান উদয়(২৬) লেখাপাড়ার সুবাদে তাদের বসতঘরে বসবাসকারী দশম শ্রেণি পড়ুয়া জেঠানো বোনকে বিয়ের প্রলোভনে নিয়মিত ধর্ষণ করতো। এতে করে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে তার গর্ভপাত করায় তাকিউল হাসান উদয়। পরে ঘটনাটি জানাজানি হলে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় তাকিউল হাসান উদয়। এ ঘটনায় ২০১৬ সালের ২৬ জানুয়ারী জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষিতা নিজেই বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। এ মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, জামালপুরের বিচারক এম আলী আহমেদ তাকিউল হাসান উদয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার