স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কুমিল্লা বিভাগীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১২ বছরে আওয়ামী লীগ গণতন্ত্রের ১২টা বাজিয়েছে। তারা দিনের ভোট রাতে চুরি করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। একাত্তর পরবর্তী সময়েও তারা এভাবে বাকশাল গঠন করেছে। চারটি বাদে সব সংবাদপত্র বন্ধ ঘোষণা করেছে। তখন অনেক সাংবাদিক ঢাকার রাস্তায় হকারী করে জীবন ধারণ করেছেন।
তিনি রবিবার কুমিল্লা নগরীর ধর্মসাগার পাড়ে বিএনপি নেতা আমিন-উর-রশিদ ইয়াসিনের রাজনৈতিক কার্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা বিভাগের মিডিয়া কমিটি আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিএনপিকে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে দিতে চায় না। তারা চায় বিএনপি সশস্ত্র আন্দোলনে নামুক। কিন্তু বিএনপি কখনোই এমন আন্দোলনে যাবে না। এই দল নিয়মতান্ত্রিক ভাবে রাজনীতি করে জনগণের অধিকার আদায় করবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ দেশ সমাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সাংবাদিক সব ভাগ করে ফেলেছে। শুধু কবরস্থানটা ভাগ করার বাকি রয়েছে। তারা মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদানকে অস্বীকার করতে চায়। জিয়ার অবদান অস্বীকার করা মানে অনেক স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করা।
তিনি বলেন, সব এক প্রতিবেশীকে দিয়ে দিচ্ছে। আমরা কি পেলাম। সীমান্তে তারা আমাদের মানুষ পাখির মতো গুলি করে মারছে। কোনো প্রতিবাদ নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এজন্য আমাদের লোকজন দায়ী। তার এমন বক্তব্যের জন্য ধিক্কার জানাই।
বক্তব্য রাখেন মিডিয়া কমিটির সদস্য সচিব ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সভাপতিত্ব করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন- উর- রশিদ ইয়াসিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা মিডিয়া কমিটির আহ্বায়ক মোস্তফা জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার ফারজানা পুতুল, নির্বাহী কমিটির সদস্য মাহমুদা হাবীবা, যুবদল নেতা আমিরুজ্জামান আমির, সফিউল আলম রায়হান, সারোয়ার জাহান দোলন, নিজাম উদ্দিন কায়সারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন