ঝিনাইদহের কালীগঞ্জে ২০ লিটার চোলাই মদসহ আশরাফুল আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে এ মদ নিয়ে আসার পথে কাশীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আশরাফুল আলম পৌর এলাকার ইশ্বরবা গ্রামের আবুল হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার এসএই জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোঁটচাদপুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী কিছু চোলাই মদ নিয়ে কাশীপুর গ্রামের রোড দিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় আশরাফুল নামের একজনের সাথে থাকা বস্তা তল্লাশি করে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চোলাই মদ বিক্রি করে আসছিল। কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর