হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ এ টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ক্যাম্পেইনে অংশগ্রহণকরে সদনপত্র পাওয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।
রবিবার বেলা ১১টায় টিএমএসএস মেডিকেল কলেজ এর প্রয়াত ডা: একেএম মাসুদুর রহমান হলে বগুড়া পৌরসভার আয়োজনে এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রায় ৯০জনকে সনদ প্রদান করা হয়। টিএমএসএস এর সহযোগিতায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার মেয়র এড: একেএম মাহবুবর রহমান।
বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর টিএমএসএস এর উপ পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মতিউর রহমান, উপদেষ্টা ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডোমেইন প্রধান ডা: আব্দুল হক, পরিচালক (এইচআরএম এন্ড এ) শাহাজাদী বেগম, বগুড়া পৌরসভার সচীব রেজাউল করিম, বিশ্বস্বাস্থ্য সংস্থার বগুড়ার প্রতিনিধি ডাঃ তারিক মোহাম্মদ রেজা।
আলোচনা সভা শেষে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ এ টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ভাতা ও সনদ বিতরণ করা হয়।
বগুড়া পৌরসভা এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, গত ২০২০ সালে করোনার মাঝেও ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সি প্রায় ৮৩ হাজার শিশুদের হাম রুবেলে টিকা প্রদান করা হয়। বগুড়া পৌর ও সদর উপজেলা এলাকায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা প্রদান করা হয়। আর এই টিকা প্রদান কার্যক্রমে টিএমএসএস স্বাস্থ্য বিভাগের বেশি কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার