মানিকগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শহরের সেওতা এলাকায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিন হয়েছেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা বিশিষ্ঠ শিল্পপতি আফরোজা খান রিতা। তিনি পেয়েছেন ৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা পান মাত্র ৩ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএ কবীর জিন্নাহ। তার প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন পেয়েছেন ১৯ ভোট।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা, প্রকৌশলী মঈনুল ইসলাম শান্ত, সহ সাংগঠনিক শহিদুল ইসলাম বাবলু, আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির সদস্য সচিব এসএ কবির জিন্নাহ, আব্দুল হামিদ ডাবলু প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন