২৩ মার্চ, ২০২১ ২২:৩১

অস্ত্র হাতে নাচানাচি করা সেই কাউন্সিলর সাময়িক বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি

অস্ত্র হাতে নাচানাচি করা সেই কাউন্সিলর সাময়িক বরখাস্ত

অস্ত্র নিয়ে নাচানাচি। ইনসেটে সাইফুল বিন জলিল।

যুবলীগ নেতাকে গাড়ি চাপা ও দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে নাচানাচি করার অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

কাউন্সিলর সাইফুল বিন জলিলের সাময়িক বরখাস্তের বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‌‘আমি জেনেছি, কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফ্যাক্সে এসেছে প্রজ্ঞাপনটি।’

উল্লেখ্য, গত ১৯ মার্চ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ সদস্য রোকন উদ্দিন রোকনকে গাড়ি দিয়ে ধাক্কা দেন কাউন্সিলর সাইফুল বিন জলিল। এরপরেই অস্ত্র হাতে নাচানাচি করেন তিনি। এরপর পুলিশের সাথে তার ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

অস্ত্র হাতে নাচানাচি ও পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় কাউন্সিলর সাইফুলকে প্রধান আসামি করে মামলা করেন যুবলীগ সদস্য রোকন। এ মামলায় গ্রেফতার হয়ে কুমিল্লা কারাগারে রয়েছেন সাইফুল বিন জলিল। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর