১৩ এপ্রিল, ২০২১ ১৯:২১

আখাউড়া স্থলবন্দরে দুইদিন আমদানি-রফতানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দরে দুইদিন আমদানি-রফতানি বন্ধ

ফাইল ছবি

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু। তবে লকডাউনের আওতামুক্ত থাকবে বন্দরগুলো।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তবে পহেলা বৈশাখ উপলক্ষে আগামী দুই দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

শফিকুল ইসলাম বলেন, রফতানি পণ্যের গাড়িগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে বুধবার বাংলাদেশের ব্যবসায়ী এবং বৃহস্পতিবার ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী দুদিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কর্যক্রম।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর