১৩ এপ্রিল, ২০২১ ১৯:৩৫

লকডাউনে স্বাভাবিক থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি

লকডাউনে স্বাভাবিক থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও লকডাউনে চালু থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি জানান, রমজান মাসে বাংলাদেশের বাজারে যেন খাদ্যের ঘাটতি না হয় সেই লক্ষ্যে সরকার এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু রেখেছে। হিলি বন্দরের আমদানিকারকরা নিত্য প্রয়োজনীয় সকল পণ্য বেশি বেশি করে আমদানি করছে এবং সংকট যেন না হয় সেই লক্ষ্যে এলসিও করেছেন।

১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারি নির্দেশনা মোতাবেক এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি চলমান থাকবে বলে জানান হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর