১৩ এপ্রিল, ২০২১ ২০:১৪

হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সংকর জাতের বকনা বাছুর, দানাদার খাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী এবং প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় স্বাস্থবিধি মেনে হাকিমপুর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন সংসদ সদস্য শিবলী সাদিক।

এসময় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প কতৃক আয়োজিত ৩৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে একটি করে বকনা বাছুর, তিন বস্তা দানাদার গো খাদ্য ও গৃহ নির্মাণের জন্য টিন ও সিমেন্টের পিলার দেওয়া হয়।

এছাড়াও হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উফসী আউশ উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর