শিরোনাম
১৩ এপ্রিল, ২০২১ ২২:৫০

লাকড়ির মাচা থেকে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

অনলাইন ডেস্ক

লাকড়ির মাচা থেকে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের বেলকুচি থেকে মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দৌলতপুর গ্রামের তাঁত কাপড় ব্যাবসায়ী রুহুল আমিনের লাকড়ির মাচা থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়।

মেছো বাঘ দুটি উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেন বেলকুচি বন বিভাগের কর্মকর্তা আজিজুল হক ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, বেলা ১১টার দিকে গ্রামের আবুল কাশেম বিষয়টি বেলকুচি বন বিভাগ ও রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে জানান। তার পরামর্শে বাচ্চা দুটি হেফাজতে নেয়া হয়।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে এটি ‘বন বিড়াল’ নামেও পরিচিত। উদ্ধারকৃত বাচ্চা দুটি বেশি অসুস্থ। লকডাউন শেষ হলে বাচ্চা দুটি অবমুক্ত করা হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর