১৪ এপ্রিল, ২০২১ ১৬:৫৩

নীলফামারীতে লকডাউনের প্রথম দিনে জনশূন্য সড়ক

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে লকডাউনের প্রথম দিনে জনশূন্য সড়ক

সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সড়কে মানুষের উপস্থিতি তেমন চোখে পড়েনি। যারাও বেরিয়েছেন নিতান্তই প্রয়োজন ছাড়া বাহিরে আসেন নি। বাজার খরচ, ওষুধ কিংবা জরুরি কাজের জন্য সড়কে দেখা গেছে আগতদের। 

রিক্সা ভ্যান, অটোরিকসার দাপুটে ভাবও ছিলো না সর্বাত্মক লকডাউনের শুরুর দিন। দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে দিনভর। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করেছেন প্রশাসনের কর্মকর্তাগণ। জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে লক ডাউনে শুনশান ফাঁকা দৃশ্যের বাস্তবতা। 

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে কাজ করছেন পুলিশ সদস্যরা। যাতে আইন ভঙ্গ করা না হয়। জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান এবং শিথিলযোগ্য বাহন ছাড়া কাউকে ছাড় দেয়া হচ্ছে না সরকারী আদেশ অনুযায়ী। 
তিনি বলেন, আইনের ব্যতয় ঘটানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, সবার আগে আমরা মানুষকে সেফ করার কাজ করছি। এজন্য সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আমরা চাই সরকারি নির্দেশনা যাতে সবাই মেনে চলেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর