১৫ এপ্রিল, ২০২১ ১৪:৫০

গলাচিপায় ৬ জনকে ২২ হাজার টাকা জরিমানা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় ৬ জনকে ২২ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে বৃহস্পতিবার   গলাচিপায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পাশাপাশি করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মাস্কবিহীন ১০০ ব্যক্তিকে বিনামুল্যে মাস্ক দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, গত মার্চ মাসের শেষ দিক থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষকে নিরাপদ রাখতে গলাচিপা উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে মাঠে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় আগামী কয়েকদিন উপজেলার সব এলাকাতেই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর