১৮ এপ্রিল, ২০২১ ১৯:৫২

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় হত্যার চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় মমিনউদ্দিন নামে এক টেক্সটাইল ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌর সভার কাঞ্চন দক্ষিন বাজার এলাকায় ঘটে এ ঘটনা।

ব্যবসায়ী মমিনউদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে কাঞ্চন বাজারে টেক্সটাইল ব্যবসা করে আসছেন। কিছুদিন ধরে তার বসত বাড়ির সামনে এসে স্থাণীয় মৃত গোলজার হোসেনের ছেলে আলমগীর হোসেন মাদক ব্যবসা শুরু করে। শনিবার বিকেলে  তিনি আলমগীরকে মাদক ব্যবসা করতে বাধা দেয়। এর জের ধরে সন্ধ্যায় কাঞ্চন দক্ষিন বাজারে জনৈক আমিনুলের ঔষধের দোকারে সামনে একা পেয়ে মাদক ব্যবসায়ী আলগমগীরসহ তার সহযোগী ৪/৫ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ব্যবসায়ী মমিনউদ্দিনকে ধাওয়া করে। 

এসময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় মমিনউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিমউদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর