২০ এপ্রিল, ২০২১ ১৯:৩২

হেফাজতের হামলা: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হেফাজতের হামলা: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতালের সময় শহরজুড়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি তারা সবাই হেফাজতের কর্মী-সমর্থক। এনিয়ে হামলার ঘটনায় সর্বমোট ৩১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। 

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়। ৫৬টি মামলায় ৪১৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোককে আসামি করা হয়। পুলিশ সোমবার রাত পর্যন্ত এ সকল মামলায় মোট ৩১৭ জনকে গ্রেফতার করে।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ ভিডিও ফুটেজ ও ছবি দেখে আসামিদের গ্রেফতার করছে। এছাড়াও যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর