২০ এপ্রিল, ২০২১ ২১:২৪

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার দাবি, ময়নাতদন্তের মরদেহ উত্তোলন

নেত্রকোনা প্রতিনিধি

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার দাবি, ময়নাতদন্তের মরদেহ উত্তোলন

যৌতুকের দাবিতে দোলেনা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে হত্যাকে করে ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়ার দাবি করেছে ওই গৃহবধূর মা। এই অভিযোগে তিনি আদালতে মামলাও করেন।

এর প্রেক্ষিতে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে পুলিশ আজ মঙ্গলবার ওই গৃহবধূর লাশ সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের দরুনবালী এলাকার কবর থেকে তুলেছে।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোরশেদা খানম জানান, সদর উপজেলার দরুনবালী গ্রামের কাইয়ুমের সাথে ২০১৪ সালে বারহাট্টা নোয়াগাও গ্রামের দোলেনার বিয়ে হয়। এরপর ২ লাখ টাকা যৌতুক না দেয়ায় চলতি বছরের ১৭ জানুয়ারি রাতে তাকে মারধর করে হত্যার পরে কবর দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দোলেনার পরিবার।

পরে চলতি মাসের ১২ এপ্রিল তার মা আলেয়া আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

এদিকে, মামলা দায়েরের পরপরই নিহতের স্বামী আব্দুল কাইয়ুমকে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেছে। পরে আদালত তাকে জেল-হাজতে পাঠিয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর