২১ এপ্রিল, ২০২১ ১৮:৪৫

মুন্সীগঞ্জে পচা খেজুর জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পচা খেজুর জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার কেজি পচা খেজুর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে ওই কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. আতাউল্লাহকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে রমজান মাসে খাবারের যথাযথ মান বজায় রাখতে অভিযান চালানো হয়। এই অভিযানে ৮ হাজার কেজি মানহীন খেজুর জব্দ করা হয়েছে। খেজুরের প্যাকেটগুলো খোলা অবস্থায় ছিল। সঠিক তাপমাত্রায় খেজুরগুলো সংরক্ষণ করে না রাখার কারণে খাবার অনুপোযোগী হয়ে পচে যায়। এ ঘটনায় কোল্ড স্টোরেজের ম্যানেজারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়াও অনেকগুলো প্যাকেটের খেজুর ইঁদুর খেয়েছে। আবার কয়েকটি প্যাকেটে ইঁদুরের বাচ্চাও ছিল। এই খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর