৭ মে, ২০২১ ১৭:১৫

ঝিনাইদহে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

ঝিনাইদহে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তানিশা নামের ৭ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ভাদালিডাঙ্গা গ্রামের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এছাড়াও অগ্নিকান্ডে ভষ্মিভুত হয়েছে ৩ টি ঘর। শিশু তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

গ্রামবাসীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন ধরে যায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে অন্যঘরে। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ১ ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুম পাড়িয়ে রাখা ৭ মাসের শিশু তানিশা। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ ঘটনার পর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষনিক উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫ টি কম্বল, ৩ বান টিনসহ নগদ টাকা সহযোগিতা করা হয়। এছাড়া খবর পাওয়ার সাথে সাথে ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান ২০ হাজার টাকা ও ২০ কেজি চাউল প্রদান করেছেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর