৭ মে, ২০২১ ১৮:০৩
বাস গেল থানায়, যাত্রীরা বাড়িতে

রাতের আঁধারে যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লায় যাচ্ছিল দুই বাস

দুই চালককে ১৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

রাতের আঁধারে যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লায় যাচ্ছিল দুই বাস

সংগৃহীত ছবি

সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লায় যাওয়ার সময় দূরপাল্লার দুটি বাসকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় শহরের ফুলবাড়ি বাসস্টান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাস দুটিকে আটক করা হয়।

সেইসঙ্গে দুই চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাস দুটি কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুই বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের  যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে দিনাজপুর শহরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জরিমানা গোনা এক বাসটি কুমিল্লায় যাওয়ার জন্য রওনা দিয়েছিল। অপর বাস ঢাকার উদ্দেশে ছেড়েছিল। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফুরুল হাসান আব্বাসী। তিনি বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনার মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বাস দুটি যাত্রা শুরু করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাস দুটিকে আটকের পর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাসে থাকা যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয়। বাস দুটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

তিনি আরও বলেন, জরিমানা শেষে বাস দুটিকে পুলিশের মাধ্যমে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। বাস দুটির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে থানা থেকে ছেড়ে দেওয়া হবে। বাস আটক করা হলেও হেলপার ও চালকদের আটক করা হয়নি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর