৮ মে, ২০২১ ১৪:৩৩

বরিশালে ৩ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৩ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন 'আবিষ্কার'-এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) বেলা ১২টায় নগরীর আলেকান্দা কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহমান সন্যামত, এডাব সভাপতি কাজী জাহাঙ্গীর কবির, 'আবিষ্কার'-এর চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেল, 'আবিষ্কার'-এর জেনারেল সেক্রেটারী মঈন উদ্দিন খান আইউব, মো. মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে পোলাও চাল, তেল, চিনি, লবণ, গুড়া দুধ, এক ডজন ডিম, সেমাই, নুডুলস, পিয়াজ এবং আলু তুলে দেওয়া হয়।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর