১৩ মে, ২০২১ ১৩:৪৪

বোয়ালমারীতে ১৩ গ্রামে আজ ঈদ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ১৩ গ্রামে আজ ঈদ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৩ গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শেষে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মাইটকুমড়া জামে মসজিদ, ১০টায় রাখালতলী জামে মসজিদ ও সহস্রাইল দায়রা শরীফে পবিত্র ঈদুল ফিতরের তিনট জামায়াত অনুষ্ঠিত হয়। 

জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করে। তাই অন্য এলাকার একদিন আগে ওই ১৩ গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করেছেন। 

বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা জানান, উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ বৃহস্পতিবার সকাল ৯টা ও ১০টায় ঈদুল ফিতরের নামায আদায় করেছেন।
তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুইটি ঈদ উৎসব পালন করে আসছেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর