শিরোনাম
১৩ মে, ২০২১ ১৬:০১

ফতেনগরে দরিদ্র সংখ্যালঘুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

ফতেনগরে দরিদ্র সংখ্যালঘুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অসাম্প্রদায়িকতার অনন্য নজির স্থাপন করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফতেনগর গ্রামের দরিদ্র বৌদ্ধ ও হিন্দুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ)। 

মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলোর হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে মো. গোলাম আজাদসহ এলাকার গণ্যমান্য অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা আদিল বলেন, সামাজিক স্টিগমা কিংবা অন্য যেকোনো কারণেই হোক, ঈদের আগে আমাদের দেশে কেবল দরিদ্র মুসলমানদের মধ্যেই উপহার/খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়।

কিন্তু অসাম্প্রদায়িক চেতনার জায়গা থেকে আমরা মনে করি, ঈদের মতো বড় উৎসবের আনন্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের মধ্যেই ছড়িয়ে দেওয়া উচিৎ। আর সেই ভাবনা থেকেই ফতেনগর গ্রামে বসবাসরত গরিব মুসলমানদের পাশাপাশি বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী অস্বচ্ছল পরিবারগুলোর মাঝেও প্রথমবারের মতো ঈদ সামগ্রী বিতরণ করেছে সালমা আদিল ফাউন্ডেশন।     

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর